সর্বশেষ

Thursday, October 29, 2020

100 percent charged in 19 minutes

100 percent charged in 19 minutes


The world is witnessing new creations of technology every day. This time Xiaomi has shown a demo of the new 60-watt wireless charging system to add a different dimension to the fast charging competition.

According to technology media outlet The Verge, the 80-watt charging system can charge 50 percent of a 4,000 mAh battery in eight minutes and 19 percent in 19 minutes.




Chinese smartphone maker Xiaomi claims that the new wireless charging system will outperform any other company's charging system. Xiaomi has released a video showing a demo of the new charging technology on a modified MI10 Pro smartphone.

Xiaomi has been experimenting with wireless charging technology for a long time. Earlier, Xiaomi had introduced wireless charging technology in the MI MIX 2S smartphone. That phone had 6.5-watt fast charging support. Then the MI MIX3 phone is given charging support of ten watts. After launching the MI 9 smartphone last year, the company gave it twenty watts fast charging.

Another Chinese smartphone brand, Oppo, recently announced that the 45-watt charging technology will fully charge a 4,000 mAh battery in 30 minutes. However, so far the company has not brought any smartphone of this technology to the market.

 


Xiaomi has not yet announced when the new 60-watt wireless charging technology smartphone will hit the market. For several years now, the company has been bringing high-speed wireless charging technology to the smartphone market.


Wednesday, July 15, 2020

অলস পড়ে আছে প্রাথমিকের  শিশুদের উপবৃত্তির ১০০ কোটি টাকা

অলস পড়ে আছে প্রাথমিকের শিশুদের উপবৃত্তির ১০০ কোটি টাকা

প্রাথমিক স্তরের শিশুদের জন্য উপবৃত্তি হিসেবে পাঠানো ১০০ কোটিরও বেশি টাকা সংশ্নিষ্ট অভিভাবকদের হিসাব নম্বরে পড়ে আছে। তারা এসব টাকা তুলছেন না। না তোলার কারণে বেশ কয়েক বছর ধরে জমে জমে এই পরিমাণ অর্থ ওইসব অ্যাকাউন্টে জমা হয়েছে। এতে এই অভিভাবকরা প্রকৃত সুবিধাভোগী কিনা, সেই প্রশ্ন তুলেছেন খোদ উপবৃত্তি প্রকল্পের কর্মকর্তারাই। উপবৃত্তির সুবিধাভোগী অভিভাবকদের তালিকা মাঠ পর্যায়ে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তারা তৈরি করে থাকেন। পড়ে থাকা এই বিপুল অর্থ আগামী ২৫ জুনের মধ্যে অভিভাবকরা না তুলে নিলে তা সরকারি কোষাগারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।



জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পে’র (তৃতীয় পর্যায়) আওতায় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ূয়া এক কোটি ৩০ লাখ শিশুকে নিয়মিত উপবৃত্তি দেওয়া হচ্ছে। এক কোটি ২১ লাখ পরিবার এই সুবিধা পাচ্ছে। প্রতি তিন মাসে এক কিস্তি হিসেবে বছরে মোট চার কিস্তিতে উপবৃত্তির অর্থ সংশ্নিষ্ট শিক্ষার্থীর অভিভাবকের মুঠোফোনে রূপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে পাঠানো হয়।
এ অবস্থায় ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পে’র পরিচালক অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলী ১৬ জুন সব উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কড়া ভাষায় একটি চিঠি লিখেছেন। এতে তিনি বলেন, ‘স্বল্প সংখ্যক অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে বিভিন্ন কিস্তিতে উপবৃত্তির অর্থ পাঠানো হলেও তা অলসভাবে ফেলে রাখা হয়েছে।
অর্থাৎ এসব অ্যাকাউন্ট থেকে কোনো অর্থ তোলা হচ্ছে না। উল্লিখিত অ্যাকাউন্টগুলো প্রকৃত সুবিধাভোগী অভিভাবকদের নয় বলে প্রতীয়মান। আগামী ২৫ জুনের মধ্যে উত্তোলনের প্রয়োজনীয় নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হলো। উল্লিখিত
তারিখের পর অনুত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। এরপর অভিভাবক কর্তৃক অনুত্তোলিত অর্থের আর কোনো দাবিনামা গ্রহণ করা হবে না।’
 ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পে’র পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি শুধু গত বছরের জুন পর্যন্ত অনুত্তোলিত অর্থ ৫৭ কোটি টাকা। এ বছরের জুন পর্যন্ত মিলিয়ে তা ১০০ কোটি ছাড়িয়ে যাবে। তিন থেকে চার বছর পর্যন্ত কেউ কেউ উপবৃত্তির টাকা তোলেননি। তাই তারা আসলেই প্রাথমিকের অভিভাবক কিনা, তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, ‘প্রকৃত অভিভাবকরাই শুধু উপবৃত্তির টাকা পাবেন। যদি তালিকায় সুবিধাভোগীর বাইরে কেউ থেকে থাকে, তার দায় সংশ্নিষ্ট কর্মকর্তাদের নিতে হবে।’

পোষ্টটি লিখেছেন: মোঃ মিলন ইসলাম

Saturday, April 28, 2018

২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি ১৩ মে শুরু থেকে

২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি ১৩ মে শুরু থেকে


একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে ১৩ মে । এর আগে ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একাদশে ভর্তি উপলক্ষে ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় বুয়েটের শিক্ষক, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষরা উপস্থিত থাকবেন । জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা চূড়ান্তকরন বৈঠকে ভর্তির আবেদন শুরু, ভর্তি ও ক্লাস শুরুর তারিখ এবং আবেদনের ফিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হবে। মন্ত্রনালয়ের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আগামী ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপরই একাদশে ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে। মন্ত্রনালয় সূত্র জানায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চেয়ে আগামী শিক্ষাবর্ষে একাদশে ভর্তির নীতিমালায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। কারন চলতি শিক্ষাবর্ষের ভর্তিতে তেমন কোনো ঝামেলা ছিল না। তাই তেমন কোনো পরিবর্তন আনতে রাজী নয় কেউ। এবারও অনলাইনে ১০টি কলেজ পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা। আবেদন ফি পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে। জানা গেছে, খসড়া নীতিমালায় গত বছরের মতোই অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন নেয়ার প্রস্তাব করা হয়েছে। অনলাইনে সর্বনিম্ন পাঁচ এবং সর্বোচ্চ ১০ কলেজ বা মাদরাসায় আবেদন করা যাবে। এ জন্য নেয়া হবে ১৫০ টাকা। মোবাইল ফোনে প্রতি এসএমএসে একটি করে কলেজে আবেদন করা যাবে। এ জন্য ১২০ টাকা দিতে হবে। তবে এসএমএস এবং অনলাইন মিলিয়ে কোনো শিক্ষার্থী ১০টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না। এবারও ভর্তি কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে বুয়েট। প্রস্তাবনা অনুযায়ী ৩০ জুনের মধ্যে সব ধরনের ভর্তি কার্যক্রম শেষ করে ১ জুলাই একাদশের ক্লাস শুরু হবে। গত বছর ৯ মে একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম শুরু হয়েছিল। এবার বিলম্বের কারণ সম্পর্কে ঢাকা বোর্ডের এক কর্মকর্তা বলেন, গত বছর ৪ মে এসএসসির ফল প্রকাশ হয়েছিল। এবার সেখানে দু’দিন বিলম্বে ফল প্রকাশ হচ্ছে । কিন্তু ১১ ও ১২ মে সাপ্তাহিক ছুটির দিন। এ কারণে ১৩ মে ভর্তি কার্যক্রম শুরুর প্রস্তাব করা হয়েছে।

Tuesday, August 8, 2017

আজ আপনারা জেনে নিন গুগল সার্চে I’m Feeling Lucky ফিচারটির কাজ কি???????

আজ আপনারা জেনে নিন গুগল সার্চে I’m Feeling Lucky ফিচারটির কাজ কি???????

থমে আমার সালাম নেবেন । আশা
করি ভালো আছেন । কারণ
Aponthikana360 এর সাথে থাকলে
সবাই ভালো থাকে । আর আপনাদের
দোয়ায় আমি ও ভালো আছি । তাই
আজ নিয়ে এলাম আপনাদের জন্য
আরেক টা নতুন টিপস । 

যারা ইন্টারনেট ব্যবহার করেন
তাদের কাছে সার্চ জায়ান্ট গুগল অচেনা
নয়। প্রতিনিয়ত ব্রাউজিংয়ের সময় নানা
কিছু খুঁজে পেতে আমরা গুগলের কাছে
সাহায্যের হাত বাড়াই।
কোন কিছু খুঁজতে গেলে গুগল পেজে সার্চ
বক্সের নিচে দুটি ফিচার দেখা যায়।
একটি
বক্সে থাকে ‘Google Search’ আর অন্যটি
‘I’m Feeling Lucky’। মূলত এই
ফিচারটি দ্বারা গুগল তাদের ভিজিটরদের
সার্চ রেজাল্ট থেকে সাইট বেছে নেওয়ার
সমস্যা থেকে মুক্তি দেয়। যেমন ধরুন
আপনি Avada ওয়ার্ডপ্রেস
থিমটির লিঙ্ক অর্থাৎ যেই সাইট এই থিমের
মূল পাতা সেটি চাচ্ছেন। এই ক্ষেত্রে
আপনি যদি Avada লিখে সার্চ করেন তবে
আপনার
সামনে হাজার হাজার রেজাল্ট আসবে।
এক্ষেত্রে আপনি যদি I’m Feeling Lucky
ফিচারটি ব্যবহার করেন তবে গুগল দেখবে
কোন সাইটটি এই সার্চ রেজাল্টটির সাথে
বেশি প্রাসঙ্গিক। কোন সাইটটিতে এই
কিওয়ার্ড নিয়ে বেশি কিছু আছে, আরও
অনেক কিছু বিবেচনা করে গুগল আপনাকে
অনেক গুলো সার্চ রেজাল্ট না দেখিয়ে
সোজা একটি সাইটে নিয়ে যাবে।
এই ফিচারটি নিয়ে গুগল এখনও কাজ করছে,
বেশীর ভাগ সময়ই এই ফিচারটি ঠিক
ফলাফল দেয় তবে মাঝে মাঝে কিছু ভুল
ফলাফলও এসে যায় যা সংখ্যায় একেবারেই
কম।

Saturday, July 29, 2017

[HOT] নিয়ে নিন Robi তে Free 100 MB মেয়াদ ২ দিন। Collected By Mostafizur

[HOT] নিয়ে নিন Robi তে Free 100 MB মেয়াদ ২ দিন। Collected By Mostafizur

আস্সালামু আলাইকুম প্রিয় পাঠকগন
আমি  মোস্তাফিজুর
প্রশ্ন করবোনা কেমন আছেন কারন  Aponthikana360 সাথে যারা থাকে তারা ভালোই থাকে….
এবং প্রত্যেকদিনের মতো আজকে আছি আমি আতিকআপনাদের সাথে পুরো পোস্ট টি জুরে।আশা করি পাশে থাকবেন।
বেশি ভূমিকা রাখব না।
চলুন সরাসরি মেইন পোস্ট এ চলে যাই
আজকের পোস্ট এর মূল্য বিষয় জেনেই গেছেন।তাহলে আর বেশী কথা না বলে কাজে চলে যাই।
কিসু করতে হবে না শুধু SS দেখেন
  

Wednesday, July 26, 2017

যেভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৭ পুনঃনিরীক্ষণ করবেন

যেভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৭ পুনঃনিরীক্ষণ করবেন

২৩ জুলাই ২০১৭ তারিখ প্রকাশিত হবে ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। এবার সারাদেশে গড় পাশের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। যারা কৃতিত্বের সাথে পাশ করলো সবাইকে লেখাপড়া বিডি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। কিন্তু যারা এবার ভালো করতে পারেনি তাদের জন্যেই আমার আজকের এই পোস্ট। প্রথমেই জেনে নেওয়া যাক ফলাফল পুনঃমূল্যায়ন কি?

ফলাফল পুনঃমূল্যায়ন কি?:

জেএসসি, এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দিন থেকে বাংলাদেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো ফলাফল আশানুরুপ না হওয়াতে শিক্ষার্থীদের মনে যদি অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃমূল্যায়ন এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “HSC Rescrutiny Process” ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা  বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃমূল্যায়ন করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।

কিভাবে ফলাফল পুনঃমূল্যায়ন করবেন?:

ফলাফল পুনঃমূল্যায়ন করতে শিক্ষা বোর্ডে যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ
টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যাবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন)
  • মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১৫০ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ পরবে ৩০০ টাকা )
  • আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)
আসুন এবার জেনে নেওয়া যাক আবেদনের পদ্ধতি………

আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-
RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ
RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107
এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১৫০ টাকা করে চার্জ করা হবে এবং যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ পরবে ৩০০ টাকা
ফিরতি এসএমএস এ কত টাকা কেতে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরনঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ
RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX
ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আবেদনের সময়সীমাঃ

এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০১৭ সালের ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে।

আসলেই কি কোন কাজ হয় ফলাফল পুনঃমূল্যায়ন করে?:

প্রতি বছর ফলাফল পুনঃমূল্যায়ন এ অনেককেই দেখি প্রথমে ফেইল করে ফলাফল পুনঃমূল্যায়ন করে পাশ করতে এবং গ্রেড উন্নয়ন হতে। চাইলে ২০১৬ সালে যারা ফলাফল পুনঃনিরীক্ষণ করেছিলো এই লিঙ্ক থেকে তাদের ফলাফল দেখে আসতে পারেন।
তাই আমার পরামর্শ হল যেহেতু এইচএসসি আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তাই যদি কোন কনফিউশন থাকে আপনার ফলাফলের ব্যাপারে কিংবা আপনি যদি নিশ্চিত থাকেন আপনার ফলাফল পরিবর্তনের ব্যাপারে তাহলে অবশ্যই ফলাফল পুনঃমূল্যায়ন করে দেখা উচিত।

ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল কবে কিভাবে দেবে?:

সাধারণত ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল মূল ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই প্রতি শিক্ষা বোর্ড এর নিজ নিজ ওয়েবসাইটে পিডিএফ আকরে প্রকাশ করে থাকে। এছাড়া আবেদনকারীর আবেদন করার সময় প্রদান করা ব্যক্তিগত মোবাইল নম্বরেও কেন্দ্রীয়ভাবে ফলাফল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ২০১৭ সালের এইচএসসি ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল — আগস্ট প্রকাশ করা হবে। প্রকাশ হওয়া মাত্র সকল শিক্ষা বোর্ড এর ফলাফল পুনঃমূল্যায়ন এর বিস্তারিত ফলাফল দেখা যাবে এই লিঙ্ক থেকে। তাই ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল জানতে নিয়মিত এই পোস্টে চোখ রাখুন।