Thursday, July 13, 2017

Youtube থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি কোন সফটওয়্যার ছাড়া

Youtube থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি কোন সফটওয়্যার ছাড়া














বর্তমান সময়ে অধিকাংশ মানুষের সময় কাটে অনলাইনে ইউটিউবের ভিডিও দেখে। গান, নাটক, চলচ্চিত্র, ছাড়াও এমন কিছু নেই যা ইউটিউবে পাওয়া যায় না। অনেক শিক্ষামূলক ভিডিও এখন ইউটিউবে পাওয়া যায় খুব সহজেই। অনেকে তার ভালো লাগা কিছু ভিডিও নিজের কম্পিউটারে সংরক্ষন করতে চান। কিন্তু ইউটিউবে সরাসরি কোন ডাউনলোড করার অপশন নেই।
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে কোন সফটওয়্যার ছাড়া আপনি খুব সহজেই ইউটিউবের ভিডিও ডাউনলোড করে সংরক্ষন করতে পারবেন নিজের কম্পিউটারে।

১. মজিলা ফায়ারফক্স প্লাগইনঃ
ওয়েব সাইট ব্রাউজার হিসেবে মজিলা ফায়ারফক্স সবচেয়ে জনপ্রিয়। মজিলা ফায়ারফক্সের প্লাগইন ব্যবহার করে খুব সহজেই যে কোন ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। প্রথমে মজিলা ফায়ারফক্সের মেনু বার থেকে Tools/Add-ons/Extensions সিলেক্ট করতে হবে। তারপর সার্চ অপশন থেকে downloadhelpar Add-ons- টি ইন্সটল করতে হবে।









ইউটিউবে কোন ভিডিও ফাইলগুলির পাশে অ্যাড্রেস বারে একটি আইকন এনিমেশন চলতে থাকে থেকে সেখানে ক্লিক করলে ভিডিও ডাউনলোড শুরু হয়।










এই Add-ons-টি ব্যবহার করে আপনি যেকোন ওয়েব সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। ২. অনলাইনে ভিডিও ডাউনলোডঃ
অনলাইনে কিছু ফ্রি ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি আপনার পচ্ছন্দের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

http://keepvid.com      তেমনই একটি ওয়েব বেজড ভিডিও ডাউনলোড ম্যানেজার




যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিঙ্কটি কপি করে KeepVid.com খালি জায়গাটিতে পেস্ট করে দিয়ে Dawnload বাটনটিতে ক্লিক করলেই আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

এখান থেকে আপনি HD কোয়ালিটি ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।










শেয়ার করুন

Author:

"Stay Home Stay Safe."