Wednesday, July 19, 2017

সবার আগে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট জানবেন যেভাবে

আগামী ২৩ জুলাই এইচ এস সি ফল প্রকাশিত হবে। অত্যন্ত আগ্রহ থাকা সত্তেও আমরা ঠিক সময়ে রেজাল্ট দেখতে পাই না।রেজাল্ট বিভিন্ন ভাবে দেখতে পারেন।
যেমন:
১। এস এম এস র মাধ্যমে। ২। ওয়েব সাইটের  মাধ্যমে ৩। সরাসরি স্কুল কলেজ থেকে।
এস এম এস র মাধ্যমে রেজাল্ট পাবেন ২ টার পর। কিন্তু ওয়েব সাইট থেকে আপনি বিনা খরচে রেজাল্ট পেতে পারেন। যদিও রেজাল্টের দিন সার্ভার অতিরিক্ত চাপ নিতে পারেনা বলে অনেকেই রেজাল্ট ঠিক সময়ে পান না। তারা কিন্তু বিভিন্ন অ্যাপ নামিয়ে নিতে পারেন। কারণ এগুলোতে বিভিন্ন বিকল্প লিঙ্ক দেয়া থাকে, যা থেকে আপ্নারা রেজাল্ট পাবেন দ্রুত। একই সাথে রেজাল্ট পাবার সব পদ্ধতিই অ্যাপ এ পাবেন। নাম্বার দিয়ে কলেজের সব শিক্ষারথীর রেজাল্ট এক সঙ্গে ও পাবেন।
সেই রকম একটি অ্যাপ লিঙ্ক হলঃ
এইচ এস সি রেজাল্ট ২০১৭
ওয়েব লিঙ্কঃ
১। http://eboardresults.com
২। http://www.educationboardresults.gov.bd
৩। http://dhakaeducationboard.gov.bd
তাছাড়া আপনার ব্রাউজার থেকে বিভিন্ন সাইটে ঢুকেও রেজাল্ট সংগ্রহ করতে পারেন।
আপনাদের প্রত্যাশা পূরণ হোক। ধন্যবাদ

শেয়ার করুন

Author:

"Stay Home Stay Safe."

0 coment rios: