সংবাদমাধ্যমে গুঞ্জন, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন নেইমার। কিন্তু কাতালান ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, কাম্প নউ ছাড়ছেন না ব্রাজিলের এই ফরোয়ার্ড।
বিবিসিকে বার্তোমেউ জানান, বার্সেলোনাতেই থাকছেন নেইমার।
নেইমার বার্সেলোনা ছাড়তে প্রস্তুত বলে বেশ কিছু দিন ধরে চারিদিকে চলছে জোরালো আলোচনা। ব্রাজিলের একটি পত্রিকার দাবি, এরই মধ্যে পিএসজির একটি প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। তার বাই-আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতেও নাকি প্রস্তুত ফরাসি ক্লাবটি।
মঙ্গলবার কাতালান ক্লাবটির সহ-সভাপতি জর্দি মেস্ত্রে জানান, নেইমার বার্সেলোনাতেই থাকবে। একই কথা বললেন সভাপতি বার্তোমেউও।
গত অক্টোবরে নেইমারের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করে বার্সেলোনা। নতুন চুক্তিতে ব্রাজিলিয়ান তারকার বাই-আউট ক্লজ ২০ কোটি ইউরো থেকে বেড়ে হয়েছে ২২ কোটি ২০ লাখ ইউরো। এক বছর পর তা বেড়ে হবে ২৫ কোটি ইউরো।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়া নেইমার গত মৌসুমে করেছেন ১৩টি গোল। রিয়াল মাদ্রিদ থেকে তিন পয়েন্ট কম নিয়ে লা লিগায় রানার্সআপ হয় বার্সেলোনা।
ক্লাবটির হয়ে ২৫ বছর বয়সী নেইমার এখন পর্যন্ত জিতেছেন দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি কোপা দেল রে শিরোপা।
বিবিসিকে বার্তোমেউ জানান, বার্সেলোনাতেই থাকছেন নেইমার।
নেইমার বার্সেলোনা ছাড়তে প্রস্তুত বলে বেশ কিছু দিন ধরে চারিদিকে চলছে জোরালো আলোচনা। ব্রাজিলের একটি পত্রিকার দাবি, এরই মধ্যে পিএসজির একটি প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। তার বাই-আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতেও নাকি প্রস্তুত ফরাসি ক্লাবটি।
মঙ্গলবার কাতালান ক্লাবটির সহ-সভাপতি জর্দি মেস্ত্রে জানান, নেইমার বার্সেলোনাতেই থাকবে। একই কথা বললেন সভাপতি বার্তোমেউও।
গত অক্টোবরে নেইমারের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করে বার্সেলোনা। নতুন চুক্তিতে ব্রাজিলিয়ান তারকার বাই-আউট ক্লজ ২০ কোটি ইউরো থেকে বেড়ে হয়েছে ২২ কোটি ২০ লাখ ইউরো। এক বছর পর তা বেড়ে হবে ২৫ কোটি ইউরো।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়া নেইমার গত মৌসুমে করেছেন ১৩টি গোল। রিয়াল মাদ্রিদ থেকে তিন পয়েন্ট কম নিয়ে লা লিগায় রানার্সআপ হয় বার্সেলোনা।
ক্লাবটির হয়ে ২৫ বছর বয়সী নেইমার এখন পর্যন্ত জিতেছেন দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি কোপা দেল রে শিরোপা।
1 coment rios:
o
Post a Comment